মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৮
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলো- মাহফুজুর রহমান শাওন (২৫), সেলিম (২৩), রনি (১৫), আমিনুল ইসলাম (৫২), সাজন (১৮), হৃদয় (১৮), নয়ন (১৮) ও রাজু (২৭)।
বুধবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এসি একেএম মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (২০ মে) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ডিএমপির মামলায় তিনজন, মাদক মামলায় একজন, দ্রুত বিচার আইনে একজন, চুরির মামলায় একজন, ওয়ারেন্টভুক্ত দুইজন আসামি রয়েছে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য
- ২ সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল
- ৩ বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা
- ৪ খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: ইরান
- ৫ পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪