ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৪

তিন দিনের সরকারি সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার বিকাল সাড়ে তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তাকে বিদায় জানান, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা।

ঢাকা সফরকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ ছাড়া গত রোববার তিনি তার বাংলাদেশি প্রতিপক্ষ এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন।

প্রসঙ্গত, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আমন্ত্রণে গত শনিবার ঢাকা এসেছিলেন ওয়াং ই।