পটুয়াখালীতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো নৌবাহিনী
পটুয়াখালীর কলাপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী
সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (৩ জুন) লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে এবং বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির ব্যবস্থাপনায় এ ক্যাম্প পরিচালনা করা হয়।
আইএসপিআর জানায়, ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল লালুয়া ও আশপাশের এলাকার তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেন। সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগেও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
- আরও পড়ুন
যান চলাচলে বিঘ্ন ও অবৈধ পার্কিং: রাজধানীতে গ্রেফতার ৬
রণাঙ্গনের যোদ্ধারা মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী
চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য নৌবাহিনীকে ধন্যবাদ জানান।
দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় নিয়মিত এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। ভবিষ্যতে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।
টিটি/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার স্মারক ডাকটিকিট অবমুক্ত
- ২ ভোটে দায়িত্বপ্রাপ্ত পুলিশ-প্রশাসনের কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি
- ৩ হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির
- ৪ সীমান্তে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী আটক
- ৫ নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি