গুম হওয়া তিন শতাধিক মানুষ এখনো নিখোঁজ
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুম হওয়া প্রায় তিন শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের স্বজনরা এখনো জানেন না নিখোঁজ ব্যক্তিটি কোথায় রয়েছেন, জীবিত আছেন নাকি মারা গেছেন। গুম সংক্রান্ত কমিশন এ ব্যাপারে জানার সর্বোচ্চ চেষ্টা করছে।
বুধবার (৪ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, গুম সংক্রান্ত কমিশন আজ দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনের বিভিন্ন বিষয় জানার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেন।
শফিকুল আলম বলেন, যতদিন না নিখোঁজ ব্যক্তিদের সর্বশেষ ব্যক্তিটিকে খুঁজে না পাওয়া যাবে ততদিন পর্যন্ত অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখবে গুম কমিশন
এমইউ/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ২ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৩ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৪ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৫ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত