রেল উপদেষ্টা
ট্রেনের ছাদে বা জানালা দিয়ে লোক ঢুকবে না, এটা নিশ্চিত করা হবে

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমরা ট্রেনের ছাদে যাত্রী ওঠার বিষয়ে নিরুৎসাহিত করছি। আমরা আবারও বলছি ছাদে কোনো যাত্রী উঠবে না আর জানালা দিয়ে কোনো লোক ঢুকবে না, এটা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা পরিদর্শনে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমরা এসেছি দায়বদ্ধতা থেকে। আমাদেরই ভাই-বোনেরা গ্রামে যাবেন পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করবেন। এই যাত্রাটা যাতে কষ্টের না হয় সে চেষ্টা করছি। এখন ঈদযাত্রা মানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। তারমধ্যে একটা জিনিস হলো ট্রেনটা সময়মতো ছেড়ে যাওয়া। আমি খোঁজ নিলাম সবগুলো ট্রেন সঠিক সময়ে ছেড়ে গেছে।
তিনি বলেন, আমরা সায়েদাবাদে দেখছি দুইটা জায়গায় বেশি ভাড়া আদায় করা হয়েছে। পরে যাত্রীদের অতিরিক্ত আদায়ের অর্থ ফেরত দেওয়া হয়েছে। যেটাতে বেশি অনিয়ম করা হয়েছে ‘লাল সবুজ পরিবহন’ সেটায় ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও পড়ুন
- ৮০০ টাকার ভাড়া বিআরটিসিতে ১৬০০, যাত্রীরা নিরুপায়
- ঢাকার সব টার্মিনালে সেনা টহল, অভিযোগ পেলেই ব্যবস্থা
- নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
রেল উপদেষ্টা বলেন, যেহেতু এটা আমাদের সবার সরকার সেহেতু আমরা রেলওয়ে বিভাগ বা সড়ক বিভাগ- আলাদা আলাদা হিসেবে কাজ করি না। আমরা এখন সরকার হিসেবে কাজ করি। এছাড়া সরকারের বাইরেও বেসরকারি খাতের পরিবহন মালিক শ্রমিক সমিতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবার সঙ্গে আমরা একযোগে কাজ করছি। যাতে সবার ঈদযাত্রাটা ভালো হয়, আনন্দের হয় এবং তারা হয়রানির মুখে না পড়েন এবং অতিরিক্ত অর্থ দিতে না হয়।
বিজ্ঞাপন
ঈদযাত্রা স্বস্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শতভাগ স্বস্তি তো বলা যাবে না কিন্তু আমরা বলবো যাত্রীদের কাছ থেকে বড় কোনো ধরনের অভিযোগ পাইনি।
ট্রেন বাড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন আমাদের লোকোমোটিভ সংকট। এ সত্ত্বেও আমরা ট্রেনের সংখ্যা বাড়িয়েছি। ৪৪টি অতিরিক্ত কোচ এবং ঈদ উপলক্ষে পাঁচটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। আমরা আশা করছি আরও নতুন কোচ আসবে সেগুলো আসলেই আমরা আরও ফ্রিকোয়েন্সি এবং ট্রেনের সংখ্যা বাড়াতে পারবো।
কেআর/বিএ/এমএস
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের মনোবল ফেরানোই এই সরকারের বড় চ্যালেঞ্জ: মাহমুদুর রহমান
- ২ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
- ৩ স্থানীয় চেয়ারম্যান-মেম্বরের ইন্ধনে হত্যাকাণ্ড, গ্রেফতার ৬
- ৪ বন্দরে নৌপরিবহন উপদেষ্টাকে অবাঞ্ছিতের হুমকি, পরে ক্ষমা প্রার্থনা
- ৫ মসজিদ নির্মাণ করব আমরা, আবাদ করবেন আপনারা: ধর্ম উপদেষ্টা