ঢাকার সব টার্মিনালে সেনা টহল, অভিযোগ পেলেই ব্যবস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৫ জুন ২০২৫

ঈদযাত্রা ঘিরে রাজধানীর সব বাস, রেল ও লঞ্চ টার্মিনালে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। কোথাও অনিয়মের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছেন।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে গাবতলী বাস টার্মিনালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট নীলিমা। এর আগে দুপুরে তিনি তার টিম নিয়ে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন।

এসময় লেফটেন্যান্ট নীলিমা গণমাধ্যমকে বলেন, ঢাকা শহরে প্রতিটি টার্মিনালে আমাদের টিম আছে। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালে কয়েকজন যাত্রী বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নিয়েছি।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। পাশাপাশি পরিবহন মালিক সমিতির পক্ষ থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে একটি টিম।

এছাড়াও নিরাপত্তার জন্য পুলিশ কন্ট্রোল রুম, র‌্যাবের টহল, বিআরটিএ-এর বিজনেস টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

এসইউজে/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।