ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কারাবন্দিদের স্বজনদেরও আপ্যায়ন করছে কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৮ জুন ২০২৫

মৌসুমি ফল ও শরবতসহ নানান খাবারে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দিদের স্বজনদের আপ্যায়নের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার (৭ জুন) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মৌসুমি ফল ও শরবতসহ নানান খাবারে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দিদের স্বজনদের আপ্যায়নের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আগত দর্শণার্থীদের মৌসুমি ফল (লিচু), শরবতে রুহ আফজা দিয়ে স্বাগত জানানো হয়েছে। এছাড়া শিশুদের দেওয়া হয়েছে ললিপপ, ক্যান্ডি এবং চিপস।

এছাড়া ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দময় পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কারাবন্দিরা।

কেআর/কেএসআর/জেআইএম