ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ ঘিরে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৯ জুন ২০২৫

আগামীকাল (১০ জুন) ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের মধ্যকার আসন্ন ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) বেলা ১১টার দিকে জাতীয় ফুটবল স্টেডিয়াম মাঠ, গুলিস্তানে এই নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ ঘিরে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া

মহড়ায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেতৃত্বে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম এবং কে-নাইন টিম অংশগ্রহণ করে। মহড়ার মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল ও সক্ষমতা প্রদর্শন এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করা। ম্যাচ চলাকালীন দর্শক এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশে এই মহড়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট।

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ ঘিরে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া

খেলায় আগত সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মহরায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআর/এএমএ/এমএস