ঢামেকের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব জানান, আজ (শুক্রবার) সকালে জরুরি বিভাগের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় তাকে পরে থাকতে দেখি। পরে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালের দিকে জরুরি বিভাগের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পরে ওই ব্যক্তি পরে থাকলে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুবসহ মেডিকেলের কর্মচারীরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি ও সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/এএমএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ