১৩ জেলা নির্বাচন অফিসে একযোগে দুদকের অভিযান
দিনাজপুর জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় অনিয়ম, তথ্য সংশোধনে দুর্নীতি ও হয়রানির অভিযোগে একযোগে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ জুন) সকাল থেকে একযোগে দুদকের বিভিন্ন জেলা থেকে এসব অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
আকতারুল বলেন, অভিযানে জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন
তিনি বলেন, অভিযানে জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিন রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলার নির্বাচন অফিসে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুদক।
এসএম/ইএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ধনী দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতিপূরণ ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
- ২ বিজয় দিবসে পুরাতন বিমানবন্দর ও এর আশপাশে ড্রোন না ওড়ানোর অনুরোধ
- ৩ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে শিক্ষার্থী-সাধারণ মানুষের ঢল
- ৪ হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
- ৫ ওসমান হাদি বিপ্লবী নতুন বাংলাদেশের মুখ: প্রেস সচিব