দিনাজপুরে নির্বাচন অফিসে দুদকের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৩ জুন ২০২৫

দিনাজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ জুন) দুপুর ১টা থেকে দুদকের একটি টিম এ অভিযান চালায়।

এসময় তারা বিভিন্ন নথিপত্র যাচাই এবং দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। দুপুর আড়াইটায় দুদক কর্মকর্তারা অভিযান শেষে ফিরে যান।

দুদক কার্যালয় সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক দিনের পর দিন হয়রানির শিকার হয়ে দুদকে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুরে দুদকের একটি টিম দিনাজপুর জেলা নির্বাচন অফিসে প্রবেশ করে। সেখানে তারা বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে। এরপর কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায়।

দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, সেবাগ্রহণ করতে এসে হয়রানির শিকার কয়েকজনের অভিযোগ ও দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে জেলা নির্বাচন অফিসে অভিযান চালাই। এ সময় বেশ কিছু অনিয়ম পেয়েছি। সেগুলোর নথিপত্র সংগ্রহ করা হয়েছে। বিশেষ করে ফিঙ্গার প্রিন্টের বিষয়টিতে অভিযোগ বেশি। আমরা কেন্দ্রীয় কার্যালয়ে রিপোর্ট প্রেরণ করব এবং তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম বলেন, আজ দুদকের একটি দল সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে। সেবা নিতে আসা কিছু মানুষ ভুল বোঝাবুঝি থেকে দুদকে অভিযোগ করে। আগামী দুই কার্যদিবসের মধ্যে আইডি কার্ড সংক্রান্ত জেলা-উপজেলায় কোনো আবেদন পেন্ডিং থাকবে না।

সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী পরিচালক খায়রুল বাশারসহ একটি টিম।

এমদাদুল হক মিলন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।