ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আবদুর রহমান স্কুল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১০:০২ এএম, ২৪ জুন ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে পটিয়া পৌরসদরের খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল- বৈষম্য ও দুর্নীতি প্রতিরোধে তরুণেরাই প্রধান চালিকা শক্তি। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন আবদুর রহমান স্কুল টিমের দলনেতা মুনহাজ জাহান মুন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি চাইলেই একসঙ্গে দূর করা সম্ভব নয়। দুর্নীতিরোধে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যেকের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। ছোট্টকাল থেকেই পরিবার ও স্কুল থেকেই দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি হতে হবে। তাহলে একদিন বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ তৈরি সম্ভব হবে।

এমডিআইএইচ/ইএ/জেআইএম

বিজ্ঞাপন