ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চমেকে ২১ দালালের কারাদণ্ড

সাজা ভোগ করে কারাগার থেকে বেরিয়ে একই অপরাধে জড়ান তারা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৫ জুন ২০২৫

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ২১ দালালকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৫ জুন) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক।

অভিযান শেষে র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌড়াত্ম্য বেড়েছে। ভুক্তভোগীদের বিভিন্ন অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়েছে। অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে কয়েকজন আগেও আটক হয়েছিল এবং বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছিল। তারা সাজা ভোগ করে কারাগার থেকে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক সাংবাদিকদের জানান, বুধবার দুপুরে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন দালালকে আটক করে। আটকরা অপরাধ স্বীকার করায় অপরাধের ধরন অনুযায়ী তাদের ১ থেকে ৩০ দিন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস