ঢাকায় আবাসিক হোটেল থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকার ওসমানী ইন্টারন্যাশনাল হোটেল থেকে সেলিম জাহান (৪৩) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাত আড়াইটার দিকে হোটেলটির পঞ্চমতলার ৪১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বুধবার (২৫ জুন) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর বলেন, আমরা রাতে খবর পেয়ে হোটেলটির পঞ্চমতলার ৪১৪ নম্বর কক্ষের বাথরুমের মেঝেতে ওই ব্যক্তিকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ওই আইনজীবীর স্বজনদের কাছে জানতে পারি তিনি লিভারসিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। ময়নতন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জানা গেছে, সেলিম জাহানের বাড়ি শরীয়তপুরের পালং থানার ছোট সন্দ্বীপ গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
কাজী আল-আমিন/বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ২ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৩ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১
- ৪ চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত
- ৫ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে তামাকবিরোধী জোটের অভিনন্দন