হোল্ডিং ট্যাক্সের টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে, দুদকের মামলা
ক্ষমতার অপব্যবহার করে বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স বাবদ আদায় করা ৯ লাখ ৯১ হাজার ১৮৯ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের চিরিরবন্দরের ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিমের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ জুল) বাদী হয় সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরে মামলাটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরের বিভিন্ন সময়ে আব্দুর রহিম ওই ইউনিয়নের বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে ট্যাক্স অ্যাসেসমেন্ট না করেই ৪৯ টি কর ও রেইট আদায়ের রশিদ বই প্রস্তুত করে তার নিজস্ব লোক দিয়ে ৯ লাখ ৯১ হাজার ১৮৯ টাকা কর আদায় করেন এবং উত্তোলিত অর্থ নিয়মানুযায়ী ইউনিয়ন পরিষদের ক্যাশ রেজিস্টারে লিপিবদ্ধ না করে ও ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এসএম/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ২ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৩ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১
- ৪ চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত
- ৫ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে তামাকবিরোধী জোটের অভিনন্দন