নৌবাহিনীকে দিয়ে এনসিটি পরিচালনা নিয়ে আলোচনা
নৌবাহিনীকে দিয়ে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ব্যাপারে বন্দরের সভায় আলোচনা হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে আয়োজিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এনসিটি বিদেশি অপারেটর নিয়োগের আগের সময়গুলো বন্দরের সহায়তায় নৌবাহিনীকে দিয়ে পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বন্দর পরিদর্শন করে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
নিউমুরিং কনটেইনার টার্মিনালটি বর্তমানে পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। আগামী ৬ জুলাই তাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর থেকে টার্মিনালটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার আগ্রহ দেখিয়ে ৬ মাসের জন্য ৪২ কোটি টাকা ব্যয় অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ।
এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। টার্মিনালটিতে পাঁচটি জেটি রয়েছে। এতে চারটি সমুদ্রগ্রামী জাহাজ এবং একটি অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী জাহাজ বার্থিং করতে পারে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করে। যার মধ্যে ১২ লাখ ৮১ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এনসিটিতে। যা বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের ৪৪ শতাংশ।
বিগত আওয়ামী লীগ আমলে এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া শুরু করে। সরকারও ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার ভার দেওয়ার ব্যাপারে কার্যক্রম এগিয়ে নেয়। বিষয়টি নিয়ে আগামী নভেম্বরে চুক্তি হওয়ার আশা রয়েছে।
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ২ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৩ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১
- ৪ চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত
- ৫ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে তামাকবিরোধী জোটের অভিনন্দন