গুলশানে সোয়া ৪ লাখ টাকার অনুনোমোদিত দুধ উদ্ধার
রাজধানীর গুলশান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে বিপুল পরিমাণ অনুনোমোদিত শিশুদুগ্ধ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধারকৃত অনুমোদনবিহীন নেসলে কোম্পানীর দুধের বাজার মূল্য প্রায় সোয়া ৪ লাখ টাকার। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের এসি উম্মে নাহিদা আক্তার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-১ এইচ-১২ এর ১২৭ নাম্বার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে পাওয়ার নেসলে কোম্পানীর ১৯৮টি টিনের মধ্যে থাকা ৫১৯ লিটার এবং ন্যাস্টলের নান ইনফান্ট ফর্মুলার ৩০ টি টিনে থাকা ২৪ লিটার দুধ জব্দ করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বিএসটিআই এর সহযোগীতায় এ অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে ওই বাসায় কেউ না থাকায় কাউকে গ্রেফতার করতে পারিনি তারা।
সর্বশেষ - জাতীয়
- ১ আল আমিনের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ, ৩ নারী গ্রেফতার
- ২ তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক কারাগারে
- ৩ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ৪ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৫ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১