চকবাজারে ফুটপাতে পড়ে ছিল নবজাতকের মরদেহ
প্রতীকী ছবি
রাজধানীর চকবাজার থানাধীন বকশিবাজার মোড় এলাকার ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলের দিকে ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, বিকেলে খবর পেয়ে বকশিবাজার মোড়ের ফুটপাত থেকে কালো পলিথিন ব্যাগে পেঁচানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কে বা কারা ওই নবজাতককে ফুটপাতে ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি বিস্তারিত জানার চেষ্টা চলছে। এলাকাবাসী কয়েকজনকে জিজ্ঞেস করে কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ এ কে খন্দকারের জানাজা রোববার, অংশ নেবেন প্রধান উপদেষ্টা
- ২ ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১০
- ৩ ওসমান হাদির জানাজা-দাফন শৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা
- ৪ এ কে খন্দকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার শোক
- ৫ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৫৮