ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড্ডায় আনোয়ার হত্যা মামলার আসামি নুর আলম গ্রেফতার, পিস্তল উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৪ জুলাই ২০২৫

রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারনামীয় আসামি নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

গত ৮ জুলাই নূরাকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারের পর আবেদনের প্রেক্ষিতে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার (১৩ জুলাই) রাতে বাড্ডা থানার পূর্ব আনন্দনগর এলাকায় হাওলাদার বাড়ির পেছনে কংক্রিটের বস্তার নিচ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

সোমবার (১৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বাড্ডা থানার পূর্ব আনন্দনগর এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি খুন হন। গত ৮ মে রাত ১১টার দিকে ভূঁইয়াবাড়ী ২৬ কলোনি মোড়ে পাকা রাস্তার ওপর ঘটনাটি ঘটে।

আরও পড়ুন

আনোয়ার হোসেন আনন্দনগর থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে আসামি নূর আলম শেখ ওরফে নূরা ও তার সঙ্গীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। নূরা আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে তার পেটে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত জনতা আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুন দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

তালেবুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে চেষ্টা চলমান বলেও জানিয়েছেন তিনি।

টিটি/ইএ/এমএস