ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হাজিদের অর্থ ফেরত পেতে ব্যাংক হিসাবের তথ্য লাগবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৬ জুলাই ২০২৫

 

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের অব্যয়িত অর্থ ফেরত পেতে ব্যাংক হিসাবের কোনো তথ্য কাউকে দিতে হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৬ জুলাই) মন্ত্রণালয় এ বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছে।

সতর্কবার্তায় বলা হয়, ২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের অব্যয়িত অর্থ EFT/BEFTN এর মাধ্যমে হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত প্রদান করা হচ্ছে। এ টাকা পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড, নগদ বা বিকাশের কোনো তথ্য কাউকে দেবেন না।

গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৯৭৮ জন হজযাত্রীকে (হাজি) উদ্বৃত্ত আট কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।

উদ্বৃত্ত টাকা থেকে প্যাকেজভেদে সরকারি ব্যবস্থাপনার হাজিদের সর্বনিম্ন ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।

আরএমএম/ইএ/জেআইএম