বার্ন ইনস্টিটিউটের পরিচালক
দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র
বিকেলে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চত্বরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিচালক নাসির উদ্দীন/ছবি: জাগো নিউজ
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক মেহাম্মদ নাসির উদ্দিন। শনিবার (২৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, একই সঙ্গে এ ঘটনায় দগ্ধ রাফসি (১২) ও আয়ান খান (১২) নামের দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
তিনি আরও জানান, এখনো জাতীয় বার্নে ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিবিআর ক্যাটাগরিতে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি। আগামী এক সপ্তাহে আরও ১০ জনকে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জলবায়ু সংবেদনশীল অঞ্চলের উন্নয়নে ৫১.৪ মিলিয়ন ডলার দেবে ইফাদ
- ২ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে মানি লন্ডারিং বেঞ্চ বুক উদ্বোধন
- ৩ দেশে এলে তারেক রহমানের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৪ জুলাই যোদ্ধাদের ‘বিশেষ নিরাপত্তা’ দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে নেওয়া হবে: প্রধান উপদেষ্টা