হাতেনাতে ধরা ৫
বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিয়াদের নেতৃত্বে ওই বাসায় যায় চাঁদাবাজরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ/ছবি সংগৃহীত
রাজধানীর গুলশানে একজন সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, মো. সিয়াম, সাদমান সাদাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এবং আমিনুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে চারজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন একটি কলেজের শিক্ষার্থী। আর চাঁদাবাজির নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ।
শনিবার (২৬ জুলাই) মধ্যরাতে এসব তথ্য জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে আবু জাফর (সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী) নামে একজন অস্ট্রেলিয়া প্রবাসীর বাসায় গিয়ে গত ১৭ জুলাই ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তারা পুলিশ বা সেনাবাহিনী দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেয়। অস্ট্রেলিয়া প্রবাসী ভুক্তভোগী আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন।
এসময় এ প্রবাসী বলেন, তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তিনি কোনো রাজনীতির মধ্যে এখন নেই, দেশে এসেছেন বেড়াতে। এরপরও তাকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা নেয় চাঁদাবাজরা। ভুক্তভোগী আবু জাফর তখনো বিষয়টি পুলিশকে জানাননি।
এর দুদিন পর (শনিবার) বাকি ৪০ লাখ টাকা নেওয়ার জন্য ওই বাসায় আবার যায় চাঁদাবাজরা। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের নেতৃত্বে তারা ওই বাসায় চাঁদার ৪০ লাখ টাকা আনতে যায়। এসময় ভুক্তভোগী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে পাঁচ চাঁদাবাজকে আটক করে।
আটকদের রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে ওসি বলেন, পরিচয় শনাক্তের কাজ চলছে। যাচাই-বাছাই করে পরবর্তীতে জানানো হবে। আটকদের মধ্যে চারজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন একটি কলেজের শিক্ষার্থী।
চাঁদাবাজির ঘটনায় অস্ট্রেলিয়া প্রবাসী একজন অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগটি এজাহার হিসেবে রুজু করা হবে বলেও জানিয়েছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান।
গুলশান থানার সামনে বিক্ষোভ
এদিকে, চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচজনের বিরুদ্ধে গুলশান থানা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গুলশান থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। তারা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। তারা বলেন, চাঁদাবাজদের কোনো ঠাঁই নাই। যারা আটক হয়েছে তাদের শাস্তি নিশ্চিতেরও দাবি জানান বিক্ষোভকারীরা।
টিটি/এমকেআর