প্রেস ক্লাবের সামনে মেট্রোরেলের নিচে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
ফাইল ছবি
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রোরেলের নিচে রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, খবর পেয়ে মেট্রোরেলের নিচে রাস্তার মাঝখানে পড়ে থাকা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের মুখে শুনেছি, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল-আমিন/বিএ/এমএস