ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশের জন্য ২০২৮ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা রাখবে চীন

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৯ জুলাই ২০২৫

চীন বাংলাদেশের জন্য ২০২৮ সাল পর্যন্ত শতভাগ শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের সমালোচনাও করেন তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

এ সময় যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি। ইয়াও ওয়েন সতর্ক করে বলেন, এ ধরনের নীতির ফলে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা নৈতিক নয়।’

তিনি বাংলাদেশের অধিকার রক্ষায় চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে চীন ২০২৮ সাল পর্যন্ত শতভাগ শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘শুধু এই বছরের প্রথম প্রান্তিকে চীনের বিনিয়োগ ৩.৭ গুণ বৃদ্ধি পেয়েছে।’

চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও নেতৃত্বাধীন ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।’

রাষ্ট্রদূত চীন-বাংলাদেশ সম্পর্ক এখন এক নতুন ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে বলে উল্লেখ করেন।

ইয়াও ওয়েন বলেন, ‘চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হওয়ায় এটি দু’দেশের বন্ধুত্বের এক স্মরণীয় মুহূর্ত।’

তিনি বলেন, ‘আমাদের বন্ধুত্বের ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা ও সমতা অপরিবর্তিত রয়েছে। এটি আমাদের ভবিষ্যৎ অংশীদারত্বকে আরও দৃঢ় করবে।’

জেপিআই/ইএ/জিকেএস