ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১০ পিএম, ৩১ জুলাই ২০২৫

জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীতে শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় শাহবাগ মোড় অবরোধ করে তারা। এর আগে তারা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন।

অবরোধ ঘিরে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা এখনো শেষ হয়নি।

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, যানচলাচল বন্ধ

নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে—সনদের এ বিষয়টি নিয়েই মূলত আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত হলেও অন্য দলগুলো বলছে, জুলাই সনদকে একটি আইনি কাঠামোয় এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় অনিশ্চয়তায় পড়তে পারে পুরো সংস্কার প্রক্রিয়া।

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

এদিকে, জুলাই যোদ্ধারা বলছেন, জুলাই সনদ তাদের দাবি নয়, এটি তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, অবরোধরে কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এনএস/এমকেআর/জিকেএস