ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চার জেলায় ডিলার নিয়োগ দেবে টিসিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১০ পিএম, ৩১ জুলাই ২০২৫

নির্ধারিত উপকারভোগী পরিবার এবং সাধারণ জনগণের মধ্যে ভর্তুকিমূল্যে নির্দিষ্ট পণ্য বিক্রির লক্ষ্যে চার জেলায় ডিলার নিয়োগ দেবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগ্রহীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে সংস্থাটি।

তৃতীয় পর্যায়ে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বাগেরহাট, মাগুরা ও ময়মনসিংহ জেলার নির্ধারিত উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভার জন্য ডিলার নিয়োগ করা হবে। আগামী ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত অনলাইনে ডিলারশিপের আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিসিবি অফিসে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারে কিংবা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

সারাদেশে যেসব ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভায় ডিলার নেই সেসব জেলা, উপজেলা ও সিটিতে পর্যায়ক্রমে অনলাইনে ডিলার নিয়োগ দেবে টিসিবি।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

এনএইচ/কেএসআর/জিকেএস