বিপৎসীমার ৫ সেমি ওপরে তিস্তার পানি, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
ফাইল ছবি
তিস্তা নদীর পানি সমতলে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল ৩টায় সমতলে তিস্তা নদীর পানি ৫২.২০ মিটার রেকর্ড করা হয়েছে। গত ৬ ঘণ্টায় পানি সমতলে বৃদ্ধি পেয়েছে ৫ সেন্টিমিটার। আজ রাত ১২টা পর্যন্ত তিস্তা নদীর পানি সমতলে বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, এরপর কিছুটা কমতে পারে।
এছাড়া এই অববাহিকায় আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পুনরায় সমতলে পানি বৃদ্ধি পেতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
আরএএস/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে