ঢাবিতে নীলদল ১৫/১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নির্বিচনে ১৫টি পদের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের নীল দলের প্রার্থীরা। বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বঅচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন অধ্যাপক শফিক উজ জামান।
তিনি জানান, নির্বাচনে সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকপদসহ কার্যনির্বাহী কমিটির ১৫ টি পদের সবগুলোইতে নীলদলের সদস্যরা নির্বাচিত হয়েছেন।
এদিকে সমিতির সব কয়টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেও ফল মেনে নিয়েছেন বিএনপি-জামায়াতপন্থি সাদা দলের শিক্ষকরা।
নির্বাচন কমিশনার জানান, শিক্ষক সমিতির ১ হাজার ৯০২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৬৫ জন ভোট দিয়েছেন। সভাপতি পদে নীল দলের প্রার্থী ফরিদ উদ্দিন আহমেদ ৮৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন নীল দলের এএসএম মাকসুদ কামাল।
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ২ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৩ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১
- ৪ চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত
- ৫ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে তামাকবিরোধী জোটের অভিনন্দন