ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাগত ২০১৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৪

আজ ২০১৫ খ্রিষ্টাব্দের প্রথম দিন। বিশ্ববাসী পা রাখল নতুন একটি বছরে। বাংলাদেশ পদার্পণ করল স্বাধীনতা অর্জনের ৪৪তম বছরে। নতুন বছরের এই নবীন প্রভাতে জাগো নিউজের অগণিত পাঠক, ফেসবুক বন্ধু ও শুভানুধ্যায়ীর প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

তবে নতুন বছরটা শুরু হচ্ছে অস্থিরতা। হরতালের মধ্যে নতুন বছর আসছে। এ এমন এক মুহূর্ত, যখন আনন্দ উদ্যাপনের পাশাপাশি পেছন ফিরে তাকিয়ে দেখার উপলক্ষও আসে। ঠিক এক বছর আগে যেভাবে আমরা তার আগের বছরের দিনগুলোর দিকে ফিরে তাকিয়েছিলাম, আশা-প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলাতে চেষ্টা করেছিলাম, ব্যর্থতা ও অপ্রাপ্তিগুলো পূরণের জন্য নতুন আশা ও স্বপ্নে মনকে উজ্জীবিত করেছিলাম, আজও আমাদের মন তা-ই করতে চায়।

নতুন বছরে পদার্পণের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম বছর পূর্ণ হতে চলেছে ৫ জানুয়ারি। ২০১৩ সালের দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক অনুশীলনের ক্ষেত্রে উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি। বিএনপির সঙ্গে সরকারের সম্পর্ক আরো অবনতি ঘটছে।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়া সরকারকে সর্তক করে দিয়েছে। হুশিয়ারি দিয়েছেন সরকার পতনের।

সবচেয়েত উদ্বেগের বিষয় যে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের লক্ষণ নেই। বিরোধ-সংঘাতের সেই পুরোনো আবর্তেই রাজনীতি ঘুরপাক খেতে যাচ্ছে।

সরকার মোটের ওপর শাসনকাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমলাতন্ত্রে ব্যাপক রদবদলের ফলে অস্থিরতা বিরাজ করছে। জঙ্গিবাদী তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে। তবে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুটা সহনীয়। যদিও বিনিয়োগ নিয়ে শঙ্কা দূর হয়নি। এসব বাস্তবতা সঙ্গে নিয়েই আমরা আরও এক নতুন বছর। আমরা সব সময় আশাবাদী। আমরা স্বপ্ন দেখি সামনের দিনগুলো সুন্দর হবে। নতুন বছরে আমাদের প্রত্যাশা, রাজনৈতিক ক্ষেত্রে জনকল্যাণের বিষয়টি গুরুত্ব পাবে, বৈরিতার পরিবর্তে সহযোগিতার সম্পর্ক সৃষ্টি হবে।