কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ফাইল ছবি
কিরণ পরিতোষ চন্দ্র (৫০) নামে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী তোফায়েল জানান, সকালের দিকে পরিতোষ হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরিতোষের হাজতি নম্বর ২৪০৯৫/২৫। তার বাবার নাম শ্রী যগেন্দ্র চন্দ্র সূত্রধর। তবে তিনি কী মামলায় কারাগারে ছিরেন তা জানাতে পারেননি তোফায়েল।
আরও পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
কাজী আল-আমিন/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ পোশাকশ্রমিক দিপু হত্যায় কারখানার দায়ী ব্যক্তিদের শাস্তি চায় বিলস
- ২ ৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার-দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
- ৩ বিশ্বশান্তি রক্ষায় দক্ষিণ সুদান গেলেন নৌবাহিনীর ৭১ সদস্য
- ৪ পদত্যাগ করলে তো আর এখানে বসতাম না: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ বাংলাদেশ-ভারত উত্তেজনা প্রশমনে উপায় খোঁজার আহ্বান রাশিয়ার