ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২০ জুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী সোমবার (২০ জুন) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
গতকাল মঙ্গলবার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ এ তথ্য জানিয়েছেন।
রমেশ চন্দ্র ঘোষ বলেন, ঈদের অগ্রিম টিকিট আগামী সোমবার থেকে বিক্রি শুরুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। গত ঈদের মতো একইভাবে টিকিট বিক্রি হবে। কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না। বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বাসমালিক সমিতিগুলো জানিয়েছে, ঈদ উপলক্ষে প্রায় সব বড় বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে।
জেএইচ/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ ২৯৯ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ
- ২ যে কারণে মাতারবাড়ি নামে থানা গঠনের প্রস্তাব অনুমোদন
- ৩ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশের কঠোর বাস্তবায়নের দাবি
- ৪ শান্তিরক্ষায় কঙ্গোতে যাচ্ছেন বিমানবাহিনীর ৬২ সদস্য
- ৫ স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, যুবক গ্রেফতার