মায়ের মৃত্যুর ১০ দিন পর ছেলের গলায় ফাঁস
ফাইল ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মায়ের মৃত্যুর ১০ দিন পর মানসিক ভারসাম্যহীন হয়ে মো. মহাসিন শান্ত (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় তাদের নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শান্তর বোন নাসরিন আক্তার জানান, তাদের মা চলতি মাসের ১৫ তারিখে মারা যান। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন শান্ত। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ কক্ষে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
মহাখালীতে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, শান্ত ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম ছিলেন। তাদের গ্রামের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায়। তিনি মোহাম্মদ মনসুর আলীর ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ উপদেষ্টাদের কেউ পদে থেকে নির্বাচন করতে পারবেন না: ইসি সানাউল্লাহ
- ২ ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি
- ৩ নির্বাচনের দিন সাধারণ ছুটি, খোলা থাকবে ব্যাংক-পোস্ট অফিস
- ৪ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
- ৫ তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা