ব্রামার সাবেক সভাপতি আসাদের বিরুদ্ধে মামলা
ব্রামার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ/ফাইল ছবি
বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (ব্রামা) সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এজাহার সূত্রে জানা গেছে, সভাপতি থাকাকালে আসাদুজ্জামান সংগঠনের চাঁদা আদায় বহি ও বিবিধ আদায় বহি গোপন রেখে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া তিনি একটি স্থগিত অডিট ফার্মের মাধ্যমে জাল অডিট রিপোর্ট তৈরি করে সেটি সংগঠনের রেকর্ডে অন্তর্ভুক্ত করেন।
ব্রামার অভিযোগ, আসাদের এসব কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ও আর্থিক স্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি বরং প্রকাশ্যে সংগঠনকে ক্ষতির হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংগঠনের একাধিক সদস্যের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ ব্যবহার করে তিনি জোরপূর্বক ব্রামার সভাপতির দায়িত্ব নেন।
তাদের দাবি, আসাদ তার রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে নিম্নমানের কুলিং গ্যাস আমদানি করে দেশের বাজারে সরবরাহ করেন, যার ফলে বিভিন্ন স্থানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং প্রাণহানি ঘটে বহু মানুষের।
সংগঠনের অভ্যন্তরীণ সূত্র জানায়, এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আসাদুজ্জামান বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যান।
টিটি/এমআরএম/জেআইএম