ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঘূর্ণিঝড় মোন্থা: সারাদেশে বৃষ্টি বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৯ অক্টোবর ২০২৫

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সকাল ৬টায় (২৯ অক্টোবর) অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাবে বাংলাদেশে না পড়লেও আজ থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৯ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, গতকাল মঙ্গলবার দেশে সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে। এছাড়া খুলনায় হালকা বৃষ্টি হয়েছে। গতকালের চেয়ে আজ বৃষ্টি আরও বাড়তে পারে।

আরও পড়ুন
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানলো ঘূর্ণিঝড় মন্থা
মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত, হুঁশিয়ারি সংকেত অব্যাহত
সাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’, বাংলাদেশে কি প্রভাব পড়বে?

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ বুধবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরএএস/এমআরএম/জেআইএম