ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড্ডায় বাসে আগুন লাগার খবর সত্য নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৫

রাজধানীর মধ্য বড্ডায় একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়। তবে ফায়ার সার্ভিস পরে খোঁজ নিয়ে দেখে বাড্ডায় বাসে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি।

রোববার (১৭ নভেম্বর) দিনগত রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের কাছে রাত দশটার দিকে একের পর এক সংবাদটা আসতে থাকে যে রাজধানীর মধ্যবাড্ডায় একটি বাসে আগুন লাগে। ‌পরে এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে দেখি মধ্যবাড্ডায় কোনো বাসে আগুন লাগেনি। ‌এছাড়া মধ্যবাড্ডার আশেপাশে ফায়ার যে স্টেশনগুলো আছে সেখানে কোনো আগুনের মেসেজ যায়নি।

মধ্যবাড্ডায় বাসে আগুন লাগার সংবাদটি সত্য নয় বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/কেএইচকে