লালবাগে পূর্বশত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
মোহাম্মদ হোসেন
রাজধানীর লালবাগ থানার শহীদ নগর ২ নম্বর গেট এলাকায় পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ হোসেন (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবক চুড়ি কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন মোছা. সুরাইয়া বলেন, আমার ভাই একটি চুড়ি কারখানায় কাজ করতেন। সোমবার আবির ও নীরব নামে দুই যুবকের সঙ্গে একটি বিষয় নিয়ে তার ঝগড়া হয়। সেই ঘটনার জেরে আজ বিকেল সাড়ে ৩টার দিকে আমার ভাইকে ছুরিকাঘাত করা হয়। পরে খবর পেয়ে আমরা তাকে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, ঝগড়ার পর সোমবার রাতেই আমার ভাই আবিরের কাছে মাফ চেয়েছিল। তারপরও কেন তাকে হত্যা করা হলো—এ প্রশ্ন করে কান্নায় ভেঙে পড়েন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভিয়েতনামে বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার শোক
- ২ কিছু ব্যবসায়ী ও আমলা সৌরবিদ্যুৎ প্রকল্পে বাধা দিচ্ছে: ফাওজুল কবির
- ৩ জাগপার নিবন্ধন পুনর্বহাল, নতুন প্রতীক চশমা
- ৪ গত ১৫ মাসে হামলা-মামলা-হত্যার শিকার ১০৭৩ সাংবাদিক: টিআইবি
- ৫ সুন্দরভাবে প্রকল্প বরাদ্দ নেই কিন্তু বাস্তবায়নের ধারেকাছে থাকি না