বার্ন ইনস্টিটিউটের পাশের সড়কে পড়েছিল ‘ভবঘুরের’ মরদেহ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ফাইল ছবি
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশের সড়ক থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশের সড়ক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আশপাশের লোকজনের মুখে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি ওই এলাকায় থাকতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে বলে। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ
- ২ শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার
- ৩ ভোটে আচরণবিধি লঙ্ঘনে এগিয়ে ময়মনসিংহের প্রার্থীরা, কম লঙ্ঘন ঢাকায়
- ৪ এনসিটি ইস্যুতে উত্তাল চট্টগ্রাম বন্দর, ২ দিনের শাটডাউন ঘোষণা শ্রমিকদের
- ৫ নির্বাচনি প্রচারণায় ধর্মের ব্যবহার উদ্বেগজনক: আসক