বাঁশখালীতে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ২
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই ব্যক্তি
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তিনটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি টেম্পোসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রামগামী সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার দুজন হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা খুরশিদ আলম (৩২) এবং চট্টগ্রামের ভূজপুর থানার মোহাম্মদ হাসান ওরফে আকাশ (২৭)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহজনক টেম্পো থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টেম্পোর ভেতরে কৌশলে লুকানো অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস এবং সেগুলো কোথায় নেওয়া হচ্ছিল তা জানতে তদন্ত চলছে।
এমআরএএইচ/এএমএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষীর মৃত্যুতে কানাডা হাইকমিশনের শোক
- ২ বিজয় দিবসের নিরাপত্তায় র্যাব, প্রস্তুত ডগ ও বোম্ব স্কোয়াড
- ৩ বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক পরিহারের অনুরোধ ডিএমপির
- ৪ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ
- ৫ স্বরাষ্ট্র-পররাষ্ট্র-আইন উপদেষ্টার পদত্যাগ চাইলেন ডাকসু ভিপি