ভিসা ছাড়াই ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা
বাংলাদেশ ও গাম্বিয়া সরকারের মধ্যে কূটনৈতিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য পারস্পরিক ভ্রমণ করতে পারবেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব নীলিমা আফরোজ।
এতে বলা হয়, বাংলাদেশ ও গাম্বিয়া সরকারের মধ্যে কূটনৈতিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি গত বছরের ১৩ মার্চ উভয় দেশের প্রতিনিধির মাধ্যমে স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়া ৯০ দিনের জন্য পারস্পরিক ভ্রমণ করতে পারবে।
উল্লেখ্য, আর্টিকেল ১০(১) অনুসারে গত বছরের ১ জুলাই থেকে গাম্বিয়ায় চুক্তিটি কার্যকর হয়েছে। বাংলাদেশের সব ইমিগ্রেশন চেক পয়েন্টে এ ব্যবস্থা অবিলম্বে কার্যকর হবে।
টিটি/এমএমকে
সর্বশেষ - জাতীয়
- ১ গণসংযোগে সরগরম ঢাকা-৬, প্রচারণায় দুই প্রধান প্রার্থী
- ২ রাইদা ও ভিক্টর পরিবহনের দুই বাসের রেষারেষিতে প্রাণ গেলো যুবকের
- ৩ মোহাম্মদপুরে সেনা অভিযান, নারী মাদক কারবারিসহ আটক ২
- ৪ কাস্টমস এখনো ডিজিটাল নয়, পূর্ণ অটোমেশন পরিকল্পনা প্রায় চূড়ান্ত
- ৫ দ্বৈত নাগরিক-ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে জুলাই ঐক্যের বিক্ষোভ