ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ভোটের পোস্টার মুদ্রণ না করতে ছাপাখানাকে কড়া নির্দেশ ইসির

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬

পরিবেশ দূষণরোধে এবারই প্রথম পোস্টারবিহীন নির্বাচনি প্রচারণা চলমান। তবে কিছু কিছু জায়গায় পোস্টার দৃষ্টিগোচর হয়েছে নির্বাচন কমিশনের। এমতাবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো পোস্টার মুদ্রণ না করতে সারাদেশের ছাপাখানাগুলোকে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন নির্দেশনাটি বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করা সংক্রান্ত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় বলা হয়েছে।

এ অবস্থায় নির্বাচনি প্রচারণায় কোনো প্রার্থী যাতে পোস্টার না ব্যবহার করেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনি পোস্টার মুদ্রণ বন্ধ রাখতে ছাপাখানাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে বলেছে ইসি।

এমওএস/এমএমকে