উত্তরায় ভূঁইয়া পরিবহনের বাসে আগুন
রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লেগেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি জানান, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/এসএনআর