শোলাকিয়ায় হামলায় পুলিশসহ নিহত ৩
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের পাশে দুর্বৃত্তদের চালানো হামলায় দুই পুলিশ নিহত হয়েছেন। পুলিশের প্রতিরোধে নিহত হয়েছেন এক হামলাকারী।
ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান এ খবর জানিয়েছেন। ঈদের সকালের এই হামলায় আরো ১০ জন আহত হয়েছেন বলে খবর রয়েছে।
তবে কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাননি কেউ। 
দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই শোলাকিয়া ঈদগাহে ময়দানে। এ মাসের শুরুতেই রাজধানীর গুলশানে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ঈদের জামাত নিয়ে বাড়তি সতর্কতা ছিল। ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
নুরুজ্জামান জানান, শোলাকিয়ার নিরাপত্তার স্বার্থে কয়েক কিলোমিটার জুড়ে পুলিশ মোতায়েন ছিল। এর একটি অংশে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পুলিশসহ ১০ জন আহত হন। 
এ খবর পেয়ে অন্য পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। বোমা ফাটিয়ে তারা একটি বাড়ির ভেতর গিয়ে লুকায়।
এরপর পুলিশ ওই বাড়িটি ঘিরে ফেলে। বেলা ১১টার দিকে সেখান থেকে একজন পালাতে গেলে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
পরে সেখান থেকে আরো দুই হামলাকারীকে আটক করা হয়। বর্তমানে পুলিশ-র্যাব সেখাসে অভিযান চালাচ্ছে।
নূর মোহাম্মদ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর