ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিশ্ব ইজতেমা : বিআরটিসি’র স্পেশাল বাস

প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৬ জানুয়ারি ২০১৫

বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামী ৯ থেকে ১১ জানুয়ারি ও ১৬ থেকে ১৮ জানুয়ারি বিআরটিসি প্রতিবারের ন্যায় এবারও প্রচলিত ভাড়ায় স্পেশাল বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও টার্মিনাল হতে ইজতেমাস্থলে মুসল্লি ও যাত্রীসাধারণের সড়কপথে যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

বিআরটিসি দ্বিতল ও একতলা বাস দ্বারা ‘বিশ্ব ইজতেমা স্পেশাল সার্ভিস’ চালু করবে। বিআরটিসি’র বাসসমূহ প্রথম ও দ্বিতীয় ধাপে ৭ জানুয়ারি হতে ২০ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন ইজতেমা সার্ভিসে নিয়োজিত থাকবে।

জানা যায়, বিআরটিসি’র ইজতেমা সার্ভিসের বাসগুলো আরিচা, পাটুরিয়াঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভৈরব, কুটি চৌমহনী, বি-বাড়ীয়া, কিশোরগঞ্জ, বিরিশিরি, নেত্রকোনা, সোনাপুর, চরজব্বার, লক্ষ্মীপুর, কলমাকান্দা, মদন, মনোহরদী, মিরকাদিম, মোহনগঞ্জ, ময়মনসিংহ, সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী, কমলাপুর, জয়দেবপুর প্রভৃতি স্থান থেকে ২২৮টি বাস ঢাকা পর্যন্ত চলাচল করবে।

৯ থেকে ১১ জানুয়ারি ও ১৬ থেকে ১৮ জানুয়ারি দ্বিতল বাস কাকরাইল মসজিদ সংলগ্ন পয়েন্ট থেকে মুসল্লিদের বিশ্ব ইজতেমা স্থানে পৌঁছানোর জন্য চলাচল করবে। এয়ারপোর্ট হতে বিদেশিদের বিশ্ব ইজতেমায় নেয়ার জন্য জোয়ারসাহারা বাসডিপো হতে একটি বাস ‘বিদেশিদের জন্য সংরক্ষিত’ স্টিকারে চলাচল করবে।

এছাড়া বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পরের দিন অর্থাৎ ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি বিভিন্ন জেলায় পৌঁছে দেয়ার জন্য একতলা বাস ইজতেমাস্থল হতে বিভিন্ন জেলায় চলাচল করবে।

বিআরটিসি’র ইজতেমা সার্ভিস সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করার জন্য কর্পোরেশনের জোয়ারসাহারা বাসডিপোতে একটি কন্ট্রোলরুম চালু থাকবে।

কন্ট্রোলরুমের দায়িত্বে থাকবেন- জোয়ারসাহারা বাসডিপোর ম্যানেজার (অপা.), ফোন নং- ৫৮৯৫১৭৭৮, মোবাইল নং- ০১৭১৪২৯৩৯২০ এবং মো. মাসুদ আলম, এটিও, মোবাইল নং- ০১৭৩৪০৫৩৯৯১ এবং দ্বিতল বাস চলাচলের দায়িত্বে থাকবেন- দ্বিতল বাসডিপোর ম্যানেজার (অপা.), ফোন নং - ৯০০২৩৯৫, মোবাইল নং-০১৭১১২৪৪৮৭৪।

এছাড়া, প্রধান কার্যালয়ের নিরাপত্তা অফিসে একটি কন্ট্রোল রুম থাকবে, যার ফান নং - ৯৫৬৪৩৬১। -বাসস