ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বনশ্রীতে শিবিরের ককটেল বিস্ফোরণ ভাংচুর

প্রকাশিত: ০৬:০১ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে শিবির। এসময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া শিবির কর্মীরা কয়েকটি লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশায় ভাংচুর চালায় । বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শিবির বিক্ষোভ মিছিল শেষে ককটেল বিস্ফোরণ এবং লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর চালায়। পরে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যান।

ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মো. রেজাউল হক রিয়াজের নেতৃত্বে তারা মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয়।