ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খুলেছে খালেদার কার্যালয়ের তালা

প্রকাশিত: ০৬:১১ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের প্রধান ফটকের তালা ৩ দিন পর খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকে গিয়ে দেখা গেছে সেখানে তালা নেই। তবে তালা কারা খুলেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গেইটে এখন তালা নেই। যারা তালা লাগিয়েছেন তারাই তালা খুলেছেন।

তবে কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আগের মতোই রয়েছে। এখনও কার্যালয়ের ভেতরে রয়েছেন খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কার্যালয়ে কর্মকর্তা এম এ কাইয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, শামসুল আল আমীন ডিউ। এ ছাড়া অফিস সহকারী ও চেয়ারপারসনের নিরাপত্তা স্কোয়াডের সদস্যরা রয়েছেন।