শ্রাবণের বৃষ্টি থাকবে আরো দুই দিন
ফাইল ছবি
শ্রাবণ মানেই আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা। শ্রাবণের প্রথম থেকে শুরু হওয়া দেশব্যাপী বৃষ্টি অব্যাহত রয়েছে। থেমে থেমে বৃষ্টির এ ধারা আরো দুই দিন থাকবে। আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহের শেষান্তে কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস। এদিকে টানা বৃষ্টির কারণে রাজধানীর অনেক সড়কেই পানি জমে থাকতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
আবহাওয়া অফিস জানায়, জুলাই মাসের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গল ও বুধবারও রাজধানীতে হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এর আগে মধ্য রাতের দিকেও কোথাও কোথাও হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। রাজধানীতে শনি ৯, রবি ১৩ ও সোমবার ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার