ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে অর্ধকোটি টাকার স্বর্ণসহ আটক ১

প্রকাশিত: ১০:৫৭ এএম, ১০ জানুয়ারি ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৫ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ সাহাব উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকালে তাকে স্বর্ণসহ আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী জিয়া উদ্দিন জানান, শনিবার পাকিস্তান থেকে আসা একটি ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। গ্রিন চ্যানেল পাড় হবার পথে সন্দেহ হওয়ায় তল্লাশি চালায় কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার পরিহিত জ্যাকেটের পকেট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

সাহাব উদ্দিনকে কাস্টমস হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

জেইউ/আরএস