রাজধানীতে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ
ফাইল ফটো
রাজধানীর লালবাগে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়িতে ভাঙচুর চালায় তারা। সোমবার রাত পৌনে আটটার দিকে লালবাগের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস হেড কোয়াটারের ডিউটি অফিসার গোলাম মোস্তফা জানান, প্রায় ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ দু’তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করে। একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে সোমবার রাত পৌনে নয়টার দিকে রাজধানীর নবাবপুরে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
জেইউ/আরএস