রাবিতে পুলিশি তল্লাশিতে আটক ১৫
নাশকতা সৃষ্টির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় ১৫ জন সাধারণ শিক্ষার্থীকে আটক করা হয়।
সোমবার তিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত মতিহার থানা পুলিশ এ তল্লাশি চালায়। আটককৃতরা হলেন রাশেদ, রানা, আকতার, উৎপল, কাজল, রুহুল প্রমুখ। বাকিদের পরিচয় জানা যায়নি।
হল সূত্রে জানা যায়, শীতকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনেই শিবির কর্মীরা হলে উপস্থিত হয়েছে এমন সংবাদ পায় পুলিশ। এ সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ ওই দুই হলে অভিযান চালায়।
পরে সোহরাওয়ার্দী ও শামসুজ্জোহা হল থেকে ১৫ জন সাধারণ শিক্ষার্থীকে আটক করে মতিহার থানায় নিয়ে যায় পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থী বলেন, রাতে পড়ালেখা করে আমাদের কক্ষে সবাই ঘুমিয়ে পরি। পরে গভীর রাতে হঠাৎ করে পুলিশ এসে দরজা খুলতে বলে। এসময় আমাদের দরজা খুলতে একটু দেরি হওয়ায় পুলিশ খারাপ ভাষায় গালিগালাজ করে।
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান বলেন, বহিরাগত কোনো শিক্ষার্থী হলে অবস্থান করছে কিনা তা সনাক্ত করতে পুলিশ রাতে হলে তল্লাশি চালিয়েছে।
এসময় কিছু শিক্ষার্থী তাদের পরিচয় পত্র না দেখাতে পারায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গেছে বলে তিনি জানান।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দেশে এখন রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। শিবির কর্মীরা হলে অবস্থান করে নাশকতা চালাতে পারে এমন আশঙ্কায় তল্লাশি চালানো হয়েছে।
এসময় শিবির সন্দেহে ১৫ জন শিক্ষার্থীকে রাতে আটক করে মতিহার থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
-বিএ