ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

তারেককে দেশে ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে

প্রকাশিত: ০৮:১১ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। তাকে গ্রেফতারের বিষয়ে আদালতের আদেশ রয়েছে। আদেশ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, হরতালে সহিংসতা বন্ধে দেশে বিদ্যমান সন্ত্রাস দমন আইন প্রয়োগ করা হবে।